সংবর্ধিত হলেন টি এস আরের জওয়ান যোগেন্দ্র মারাক।।।।
আগরতলা, Jan 03, 2025, ওয়েব ডেস্ক থেকে 2024
সংবর্ধিত হলেন টি এস আরের জওয়ান যোগেন্দ্র মারাক।।।।যোগ্যতার সঠিক মূল্যায়ন পেলেন যোগেন্দ্র মারাক। পেশায় তিনি একজন টি এস আর। কচুছড়ায় তৃতীয় ব্যাটেলিয়ানে তার পোস্টিং।
একদিকে চাকরি তো অপরদিকে ক্যারাটে নিয়েই তার জীবন। বিগত ২৫বছর ধরে এই ক্যারাটে প্রশিক্ষণের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। বেশ কয়েকটি পদক ও রয়েছে যোগেন্দ্র মারাকের দখলে জাতীয় স্তরে। শুক্রবার প্রান্তিক ক্লাবে তাকে সংবর্ধিত করা হলো প্রান্তিক ক্যারাটে ও যোগা কোচিং সেন্টারের তরফে।সংবর্ধিত হয়ে খুবই খুশি হলেন এই টি এস আর তৃতীয় ব্যাটালিয়নের জওয়ান যোগেন্দ্র মারাক।