সিনিয়র মহিলা একদিবসীয় ক্রিকেটে চন্ডিগড়ের কাছে হেরে শুরু ত্রিপুরার।।।।।


newsagartala24.com Images

আগরতলা, Dec 04, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


 প্রথম ম্যাচেই পরাজিত ত্রিপুরা। চন্ডিগড়ের কাছে। ৪ উইকেটের বড় ব্যবধানে। সিনিয়র মহিলাদের এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টে। সারা দেশ জুড়েই আজ, বুধবার থেকে সিনিয়র মহিলাদের জাতীয় স্তরে এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।   হরিয়ানার ঝাজরে সেওয়াগ ইন্টারন্যাশনাল স্কুল গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস জিতে ত্রিপুরার সিনিয়র মহিলা ক্রিকেট দল প্রথম ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়।

কিন্তু চন্ডিগড় দলের বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৯ রাণে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। ৪৭.৪ ওভার খেলে। দলের পক্ষে  ঋজু সাহার ৪৮ রান সর্বাধিক ছিল। এছাড়া, দলনেত্রী তামান্না নিগম ৩৫ রান পেয়েছে। ঋজু ১০৪ বল খেলে তিনটি বাউন্ডারি হাঁকিয়ে ৪৮ রান পায়। ২ রানের জন্য অর্ধশত থেকে বঞ্চিত হয় ঋজু।‌ চন্ডিগড়ের বোলার রজনী দেবী ২৪ রানে এবং ক্যাশবি গৌতম ২৮ রানে তিনটি করে উইকেট পেয়েছে। এছাড়া নন্দিনী শর্মা পেয়েছে দুটি উইকেট ৩০ রানের বিনিময়ে। রামেজা বেগম, কুমারী সিবি পেয়েছে একটি করে উইকেট। পাল্টা ব্যাট করতে নেমে চন্ডিগড় ৪০.২ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। শুরুতে ৩৭ রানের মধ্যে ৩ উইকেট হারালেও পরবর্তী সময়ে ধরে খেলে দলনেত্রী ক্যাশবি গৌতম এবং আরাধনা বীস্ত দলকে জয় এনে দেয়। ক্যাশবি গৌতম ৭৫ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ৬৪ রান সংগ্রহ করে একাই যেন দলকে জয়ের লক্ষ্যে পৌঁছায়। দারুন সঙ্গ দিয়েছে আরাধনা ৭৫ বল খেলে চারটি বাউন্ডারি হাঁকিয়ে চল্লিশ রান সংগ্রহ করে। ত্রিপুরা দলের বোলার আর আর মানে ১৭ রানে দুটি উইকেট পায়। এছাড়া, প্রিয়াঙ্কা আচার্য, অন্নপূর্ণা দাস ও রেশমা নায়েক পেয়েছে একটি করে উইকেট। গ্রুপের অন্য খেলায় কর্ণাটক আট উইকেটের ব্যবধানে মেঘালয়কে এবং বেঙ্গল আট উইকেটের ব্যবধানে পন্ডিচেরি কে পরাজিত করেছে।