স্বামী বিবেকানন্দ ক্লাব ও জেআরসি-র বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত।।


newsagartala24.com Images

আগরতলা, Jan 09, 2025, ওয়েব ডেস্ক থেকে 2024


স্বামী বিবেকানন্দ ক্লাব এবং জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ-প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। পেশাগত দায়িত্ব পালনে হাজারো ব্যস্ততা সত্ত্বেও রাজধানীর শহর দক্ষিণাঞ্চলের উত্তর রাধারঘাটস্থিত ঐতিহ্যবাহী স্বামী বিবেকানন্দ ক্লাবের আয়োজনে বিনোদনের উদ্দেশ্যে একদিনের জন্য মাঠে ক্রিকেট ম্যাচ উপভোগ করতে পেরে দু-দলের খেলোয়াড় এবং আয়োজকরা অত্যন্ত আনন্দ অনুভব করছেন। আগামী দিনেও এ ধরনের প্রীতি ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে দুটি ক্লাবের সম্পর্ক জারি থাকবে বলে খেলোয়াড় এবং অতিথিদের প্রত্যেকেই অভিমত ব্যক্ত করেন। ‌এ ডি নগর স্কুল গ্রাউন্ডে বেলা সাড়ে দশটায় ম্যাচ শুরুতে টস জিতে স্বামী বিবেকানন্দ  ক্লাব প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। জেআরসি নির্ধারিত ১৬ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে। জবাবে স্বামী বিবেকানন্দ ক্লাব ১২.২ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। খেলায় দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স অপরাজিত ৩২ রান সংগ্রহের সুবাদে সেরা ব্যাটসম্যান হিসেবে পলাশ দেবনাথ, ১০ রানে ৩টি উইকেট তুলে নিয়ে সেরা বোলার হিসেবে জাকির হোসেন, দুর্দান্ত ৩টি উইকেট এবং চারটি ওভার বাউন্ডারি সহযোগে ব্যক্তিগত ২৫ রান সংগ্রহের সুবাদে ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে কিষান চক্রবর্তীকে সুদৃশ্য ট্রফি দেওয়া হয়। স্বামী বিবেকানন্দ ক্লাবের হয়ে অনুপ পাল (অধিনায়ক), জয়ন্ত পাল, তপন পাল, কিষান চক্রবর্তী, দ্বীপ শর্মা, দেবজিৎ দত্ত, শ্রীবাস বনিক, পলাশ দেবনাথ, গৌতম দেব, প্রশান্ত ভৌমিক, লক্ষণ দেব যেমন দুর্দান্ত খেলেছেন, তেমনি জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের হয়ে সুব্রত দেবনাথ (অধিনায়ক), মিলটন ধর, দিব্যেন্দু দে, প্রসেনজিৎ সাহা, জাকির হোসেন, কিরীটি দত্ত, শিসান চক্রবর্তী, সায়ন দাস, কুমার চৌধুরী, প্রসেনজিৎ দে দারুণ খেলা উপহার দিয়েছেন। ‌খেলা শেষে স্বামী বিবেকানন্দ ক্লাব প্রাঙ্গনে এক বিশেষ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবর্গ তথা  ক্লাবের সভাপতি সরযূ  চক্রবর্তী, কার্যকরী সদস্যবৃন্দ এবং জেআরসি-র  সভাপতি সুপ্রভাত দেবনাথ প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার  তুলে দেন। আয়োজকদের পক্ষ থেকে খেলোয়ারদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। ম্যাচ শুরুর আগে অতিথিবৃন্দ দু-দলের খেলোয়ারদের সঙ্গে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের পক্ষে সম্পাদক অভিষেক দে পেশাগত দায়িত্ব পালনে মাঠের বাইরে থাকলেও স্বামী বিবেকানন্দ ক্লাবের প্রত্যেক কর্মকর্তা এবং দুদলের খেলোয়াড় সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। আম্পায়ার দীপঙ্কর দন্ড ও রাজা চক্রবর্তীকে আয়োজকদের পক্ষ থেকে স্মারক উপহারে সংবর্ধিত করা হয়েছে।