১৮ এবং ১৯ ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে হবে দিব্যাঙ্গজনদের নিয়ে 'খেলো ত্রিপুরা প্যারা গেমসের আসর
আগরতলা, Dec 16, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
রাজ্যের দিব্যাঙ্গজন খেলোয়াড়দের উৎসাহীত করতে দারুন এক উদ্যোগ নিলো রাজ্য সরকার। রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও শিক্ষা দপ্তর এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে আগামী ১৮ এবং ১৯ ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে হবে দিব্যাঙ্গজনদের নিয়ে 'খেলো ত্রিপুরা প্যারা গেমসের আসর ।এই আসরের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।।। দিব্যাঙজন দিবস।রাজ্যের দিবাঙ খেলোয়াড়দের উৎসাহ বাড়াত
নেয়া হলো এই উদ্যোগ। যার পোশাকি নাম দেয়া হলো "খেলো ত্রিপুরা প্যারা গেমস, ২০২৪। ১৮ ডিসেম্বর বিকেল তিনটায় স্বামী বিবেকানন্দ ময়দানে হবে এই গেমসের উদ্ভোধন। ১৯ ডিসেম্বর এই মাঠেই বিকেল বেলা হবে সমাপ্তি অনুষ্ঠান। দিব্যাঙ্গজনদের খেলাধূলায় উৎসাহিত করতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে হবে আয়োজিত এই প্যারা গেমসের আসর। এতে রাজ্যের সব জেলা থেকে প্রতিযোগী, প্রতিযোগীনিরা বিভিন্ন খেলায় অংশ নেবে।আগামী ১৮ ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্ৰীর হাত ধরে ২ দিন ব্যাপী এই গেমসের উদ্ভোধন হবে।মোট ১৪টি ইভেন্ট এ হবে খেলা। এই গেমসে ১২ থেকে ১৯ বছর এবং ১৯ বছর ঊর্ধ রাজ্যের আট জেলা থেকে প্রায় ৩৪৩ জন দিব্যাঙ্গজন খেলোয়াড় অংশ নেবে। সোমবার আগরতলার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথাগুলো জানালেন ক্রীড়ামন্ত্রী টিংকু রায়।
লক্ষ্য একটাই রাজ্যের দিবাঙজন খেলোয়াড়দের আরো অধিক পরিমাণে মাঠ মুখী করা। এই উদ্যেশ্যেই এই প্যারা গেমসের আয়োজন করলো রাজ্য সরকার।