ডাক দেওয়া হয় বাংলাদেশ চলো অভিযান
আগরতলা, Dec 03, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অমানবিক নির্যাতন, লুটপাট বন্ধ করা এবং চিন্ময় দাসের নিঃশর্ত মুক্তি দাবিতে সনাতনীদের পক্ষ থেকে মঙ্গলবার বিক্ষোভ সংঘটিত হয় আগরতলা রবীন্দ্র ভবনের সামনে। ডাক দেওয়া হয় বাংলাদেশ চলো অভিযানের বলা হয় সংখ্যালঘুদের কিছু হলে,মৌলবাদীদের ঘরে ঘরে আগুন জ্বলবে।এই প্রতিবাদ বিক্ষোভে অংশ নিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক জানান বাংলাদেশের ১৭ হাজার জায়গায় সংখ্যালঘুদের সম্পত্তি নষ্ট করা হয়েছে,
লুটপাট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে এবং আগুন লাগানো হয়েছে।বহু মা বোনের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে।মেয়েদের তুলে নিয়ে গণধর্ষণ করা হয়েছে।অমানবিক নির্যাতন চালানো হয়েছে সংখ্যালঘুদের উপর।সভ্য সমাজে এমন বর্বরতা কেউ চোখে দেখেনি।এরই প্রতিবাদে ইস্কন এবং গড়িয়া মঠের কোথাও উদ্যোগে শহরে প্রতিবাদ মিছিলে অংশ নেওয়ার জন্যই এখানে সমবেত হওয়া। বললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক।