বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট প্রতিযোগিতা এবার ২১ ডিসেম্বর, এন্ট্রির শেষদিন ১৬ই।
আগরতলা, Dec 04, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
রাজ্যের সাহসী চিত্র সাংবাদিক স্যন্দন পরিবারের সদস্য প্রয়াত বুদ্ধ গুপ্তের স্মৃতিতে মিডিয়া ক্রিকেট প্রতিযোগিতা আগামী ২১ ডিসেম্বর হবে। এম বি বি কলেজের মাঠে (উপরের মাঠে) একদিনের এই আসরের উদ্বোধন হবে সকাল ৯টায়। বুধবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে আসরের আয়োজক স্যন্দন পত্রিকার পক্ষ থেকে এই ঘোষনা দেয়া হয়েছে।
চিত্র সাংবাদিক বুদ্ধ গুপ্তের স্মরণে প্রতি বছরের মত এবারেও এই মিডিয়া ক্রিকেটের উদ্যোগ নিয়েছে রাজ্যের প্রথম শ্রেনীর সর্বাধিক পঠিত বাংলা সংবাদপত্র স্যন্দন পত্রিকা। স্যন্দনের ডিরেক্টর অভিষেক দে বলেন, প্রতি বছরের মত এই প্রাইজমানি আসরের আয়োজনে, এবারেও শুধুমাত্র আগরতলার মিডিয়ার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। তিনি মিডিয়ার সকল অংশের সাংবাদিক, চিত্র সাংবাদিক সহ সম্পাদনার সাথে যুক্তদের অংশগ্রহনের জন্য আমন্ত্রণ জানান।
স্যন্দন পত্রিকার ক্রীড়া সম্পাদক সরযূ চক্রবর্তী বলেন, ২১ ডিসেম্বর দিনভর প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেয়া হবে। নকআউট এই আসরের প্রতিটি ম্যাচ হবে সীমিত চার ওভারে। সিক্স-এ সাইট আসরে প্রতি দলে সর্বাধিক ৮ জন থাকতে পারবেন।
স্যন্দনের অপর ডিরেক্টর অরিন্দম দে আসরে প্রাইজমানির ঘোষনা দেন। এবারের আসরে চ্যাম্পিয়ন দল ট্রফি সহ প্রাইজমানি পাবে ২ হাজার টাকা। রানার্স ট্রফি সহ ১৫০০ টাকা এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট পাবে ট্রফি সহ ১০০০ টাকা। এর সাথে সেরা ব্যাটসম্যান, সেরা বোলার ও ম্যান অব দ্যা ফাইন্যালকেও পুরষ্কার দেয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে দুজন ক্রীড়া সাংবাদিক দৈনিক সংবাদের সুমন আচার্য ও ডেইলি দেশের কথার মিঠুন করকে এবং দুজন চিত্র সাংবাদিক সুমন দেবরায় ও প্রাণগোপাল আচার্যকে উদ্বোধনী অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হবে।
আয়োজন মোটামুটি শেষের পথে। স্যন্দন পত্রিকা ও টিভির পক্ষ থেকে সকলকে ২১ ডিসেম্বর মাঠে আসার আমন্ত্রণ জানানো হয়েছে।