প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে TWF


newsagartala24.com Images

আগরতলা, Dec 04, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


আগরতলার পুরাতন রাজভবনকে তাজ হোটেলের কাছে দিয়ে দেওয়া হবে। সেই খবর ছড়িয়ে পড়তেই একের পর এক প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে চলছে বিভিন্ন দল। একইভাবে আবারো ত্রিপুরা ওমেন ফেডারেশন সংগঠনের নেতৃত্বরা বুধবার আগরতলা কুঞ্জবন এলাকায় এক বিশাল প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে। সেখানে বিস্তারিত জানাতে গিয়ে তাদের একজন নেতৃত্ব জানায়, রাজ্যকে উন্নতি করতে গেলে যদি ইতিহাস কে বাদ দিতে হয় তাহলে সে উন্নতির দরকার নেই। তাছাড়া রাজ্যে অনেক খালি জায়গা রয়েছে সে জায়গাগুলিতে তাজ হোটেল কে নির্মাণ করা যেতেই পারে। তাতে তাদের কোন আপত্তি নেই। কিন্তু তাদের দাবি হচ্ছে রাজবাড়ীকে যেন কোনোভাবেই তাজ হোটেলের নির্মাণ না করা হয়।