নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আগরতলার গোর্খাবস্তিস্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন ফিজিওথেরাপি ত্রিপুরা চ্যাপ্টার
আগরতলা, Dec 04, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
দা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপি ত্রিপুরা চ্যাপ্টার এর পক্ষ থেকে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আগরতলার গোর্খা বস্তি স্থিত স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন সহ সাক্ষাৎকার করেন সদস্যরা।
এ বিষয়ে ড: নবরূপ দেবনাথ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডঃ মানিক সাহা স্বাস্থ্য দপ্তরকে যেভাবে ঢেলে সাজাচ্ছে তারা আশাবাদী তাদেরকে খুব শীঘ্রই নিয়োগ করবেন। বর্তমানে ১১ টি পোস্ট খালি রয়েছে ফিজিওথেরাপিস্ট এর জন্য। তাই তারা ডিরেক্টরের সাথে কথা বলতে আসেন যাতে এ বিষয়ে তিনি সচেষ্ট ভূমিকা গ্রহণ করেন। এখন তাদের একটাই দাবি খুব শীঘ্রই যেন তাদের নিয়োগ করে সরকার।