স্পেশাল এডুকেটর নিয়োগ পরীক্ষায় বসার অনুমতি চাইল স্পেশাল ডি এড বেকাররা:


newsagartala24.com Images

আগরতলা, Dec 04, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিদ্যাজ্যোতি প্রকল্পে ১১২ জন স্পেশাল এডুকেটর নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।অবিলম্বেই ইন্টারভিউর মাধ্যমে স্পেশাল এডুকেটর পদে প্রার্থী বাছাই করা হবে। স্পেশাল এডুকেটর নিয়োগে স্পেশাল বি এড ডিগ্রিধারীদের পরীক্ষায় বসার অনুমতি দেয় শিক্ষা দপ্তর ।কিন্তু স্পেশাল ডিএড পাশ করাদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয় না। এবার স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে নিয়োগ পরীক্ষায় বসার অনুমতি দাবি করলো স্পেশাল ডি এড করা বেকার যুবক-যুবতীরা ।এই দাবির ভিত্তিতে বুধবার স্পেশাল ডিএড ডিপ্লোমাদের এক প্রতিনিধি দল শিক্ষাভবনে এলিমেন্টারি এডুকেশন দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশন প্রদান শেষে প্রতিনিধি দলের পক্ষ থেকে হরিপদ চৌধুরী এই সংবাদ জানান। 

প্রসঙ্গত উল্লেখ্য যে এর আগেও রাজ্য সরকার শিক্ষা দপ্তরের 200 জন স্পেশাল এডুকেটর নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে ।কিন্তু প্রার্থী না থাকায়  সবগুলো পদ পূর্ণ করা সম্ভব হয়নি ।এদিকে কোন এক কারণে ডি এড স্পেশাল এডুকেটরদের স্পেশাল এডুকেটের নিয়োগের ক্ষেত্রে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হচ্ছে।  রাজ্যে প্রায় ৩০০ জনের মত স্পেশাল ডি এড সম্পন্ন করা বেকার রয়েছেন।