বিক্ষোভ প্রদর্শন করলো প্রদেশ কংগ্রেস রাহুল গান্ধীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে
আগরতলা, Sep 18, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
লোকসভার বিরোধী দলনেতা তথা সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করলো প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলা পোস্ট অফিস চৌমুহনী কংগ্রেস ভবন প্রাঙ্গণ থেকে এক মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠন। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল রায় সহ অন্যান্যরা।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আসিস কুমার সাহা বলেন মূলত তিনজন বিজেপি নেতৃত্ব এবং একজন শিবসেনা নেতৃত্ব সম্প্রতি কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব রাহুল গান্ধী নিয়ে কিছু কুরুচিকর মন্তব্য করেছেন যার তীব্র প্রতিবাদ জানাচ্ছে সংগঠন। এই বিষয়টি সামনে রেখে গোটা দেশ চড়ে চলছে আন্দোলন কর্মসূচি। এই অঙ্গ হিসাবে আগরতলা হতেও একইভাবে বিক্ষোভ প্রদর্শন করছে সংগঠন। সেই অভিযুক্ত চারজন হল মহারাষ্ট্রের শিবসেনা বিধায়ক সঞ্জয় গায়কোয়াড, পাঞ্জাবের বিজেপি নেতৃত্ব তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রবনিত সিং বিট্টু, দিল্লির প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতৃত্ব তারবিন্দ সিং এবং উত্তর প্রদেশের মন্ত্রী রঘুরাজ সিং।
মূলত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে দাবি তোলা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।