মুস্তাক আলী ক্রিকেটে সিকিমের বিরুদ্ধে প্রত্যাশিত জয় ত্রিপুরার।
আগরতলা, Dec 03, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
প্রত্যাশিত জয় পেয়েছে ত্রিপুরা। হারিয়েছে দুর্বলতর সিকিমকে। টানা দ্বিতীয় জয়। টুর্নামেন্টেও দ্বিতীয় জয়। সৈয়দ মুস্তাক আলী পুরুষদের সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে। অন্তিম ম্যাচ রয়েছে, পাঁচ ডিসেম্বর, ত্রিপুরা সৌরাষ্ট্রের মুখোমুখি হবে। ৮ দলীয় বি গ্রুপে পয়েন্ট তালিকায় সৌরাষ্ট্রের অবস্থান ত্রিপুরা থেকে অনেকটা উঁচুতে। ষষ্ঠ ম্যাচের শেষে কুড়ি পয়েন্ট নিয়ে। সৌরাষ্ট্রের পক্ষে ম্যাচটি যথেষ্ট ভাইটাল।
ওই প্রেক্ষাপটে আজকের সিকিম জয় ত্রিপুরার পক্ষে অনেকেই টুর্নামেন্টে শেষ জয় বলে টিপ্পনী কাটলেও পরপর দুই ম্যাচে জয়ী হয়ে ত্রিপুরা দলের খেলোয়াড়দের মনোবল কিন্তু যথেষ্ট তুঙ্গে। ইন্দোরে হলকার স্টেডিয়ামে ডে নাইট ম্যাচের শুরুতে টস জিতে ত্রিপুরা দলের অধিনায়ক প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। সিকিমকে আমন্ত্রণ জানায় ব্যাট করার জন্য। সীমিত ২০ ওভার খেলতে পারে নি। তিন বল বাকি থাকতে সিকিম সব কটি উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ওপেনার প্রাণেশের ২৩ রান এবং অধিনায়ক লি ইয়ং লেপচার ২১ রান উল্লেখ করার মতো। রাজ্য দলের বোলার পারভেজ সুলতান একাই চারটি উইকেট তুলে নিয়েছে ১৩ রানের বিনিময়ে। এছাড়া মনি শংকর মুরাসিং ২০ রানে এবং অজয় সরকার ১৬ রানে দুটি করে উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে শ্রীদাম পাল ১২ রানে এবং জীয়ন জোৎ সিং ৩২ রানে আউট হলেও ওপেনার বিক্রম কুমার দাস ৪২ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। গ্রুপ লীগের অন্য খেলায় গুজরাট আট উইকেট এর ব্যবধানে উত্তরাখণ্ডকে, সৌরাষ্ট্র ৫৮ রানে তামিলনাড়ু কে এবং বরোদা চার উইকেটে কর্ণাটকে পরাজিত করেছে।