মেয়র এর নেতৃত্বে পুর প্রশাসনের উদ্যোগ এবং অভিযান অব্যাহত রয়েছে।


newsagartala24.com Images

আগরতলা, Dec 03, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে এবং শহরের সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষ্যে মেয়র এর নেতৃত্বে পুর প্রশাসনের উদ্যোগ এবং অভিযান অব্যাহত রয়েছে।গত কিছুদিন আগে পুরো নিগমের উদ্যোগে লক্ষী নারায়ণ বাড়ির সামনে বেআইনিভাবে জায়গা দখল করে রাখা দোকানগুলিকে উচ্ছেদ করে দেওয়া হয়। তবে পরবর্তী সময় সেখানে সাতজন বৈধ লাইসেন্স প্রাপ্ত ব্যবসার সুযোগ গ্রহণ করে। অবশেষে মঙ্গলবার সেই এলাকা পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা।

এ বিষয়ে মেয়র দীপক মজুমদার বলেন, পুরো নিগমের উদ্যোগে যারা প্রকৃত ব্যবসায়িক রয়েছে তাদেরকে ব্যবসা করার সুযোগ প্রদান করার জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়। তাই পুর নিগমের উদ্যোগে যারা অবৈধভাবে ব্যবসা করছিল এতদিন তাদেরকে উচ্ছেদ করে যারা প্রকৃত ব্যবসায়িক রয়েছে তাদেরকে সঠিক স্থান দেওয়ায় চিন্তা ভাবনা গ্রহণ করা হয়। বর্তমানে যে সাতটি দোকানকে ব্যবসা করার জন্য অনুমতি দেওয়া হয় তিনি আশা রাখেন আগামী দিন তারা পুরো নিগমের বিভিন্ন নিয়ম কানুন মেনে ব্যবসা করে যাবেন।