আগরতলা রাজপথে বিভিন্ন দাবি নিয়ে শক্তি দেখা CPIM উপস্থিত প্রাক্তন মুখ্যমন্ত্রী


newsagartala24.com Images

আগরতলা, Oct 03, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


নারী শিশু নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা, কাজ-খাদ্যের ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়কে সামনে রেখে রাজধানী আগরতলাতে বিশাল আকারে প্রতিবাদ মিছিল সংঘটিত করল রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম। বৃহস্পতিবার প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে পার্টির কার্যালয়ে থেকে একটি মিছিল বের হয়ে রাজধানী বিভিন্ন পদ পরিক্রমা করে পরবর্তী সময়ে প্যারাডাইস চৌমুহনীতে প্রকাশ্য জনসমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সাধারণ সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন সম্প্রতি বন্যায় এত ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের ভূমিকা অত্যন্ত হতাশাজনক। বহু মানুষ এখনো পর্যন্ত গৃহহীন তাদের কাজ খাদ্য এর যথেষ্ট অভাব কিন্তু রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সেই বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদানে সম্পূর্ণ ব্যর্থ। এই বিষয়ে বিরোধী দল সিপিআইএম রাজ্য সরকারের কাছে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেছিল কিন্তু একটি দাবিও সঠিকভাবে পূরণ হয়নি। উপরন্তু যে কেন্দ্রীয় দল রাজ্যে এসেছে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করতে সেই রিপোর্টও আজ পর্যন্ত পেশ হয়নি ।একই সাথে বিরোধী দলনেতা আরো বলেন রাজ্যে আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। নারীরা এই রাজ্যে প্রায় প্রতিদিন বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছে। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে একতরফাভাবে ভোট হয়েছে আক্রান্ত হয়েছে বিরোধীরা আর জনপ্রতিনিধি হয়েছে যারা নাকি বিভিন্ন অপরাধে যুক্ত। ফলে স্বাভাবিকভাবেই অনুমেয় কিভাবে গ্রামের উন্নয়ন হবে। পাশাপাশি তিনি আরো বলেন রাজ্যের প্রত্যেকটি দপ্তরে এবং সংস্থায় অসংখ্য শূন্য পদ রয়েছে কিন্তু রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের