আগরতলার রাজপথে প্রতিবাদ মিছিল করলো ভারতীয় জনতা পার্টি ।
আগরতলা, Oct 04, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
বিরোধীরা মিথ্যাচার ও ষড়যন্ত্রের মাধ্যমে রাজ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি করছে,এই অভিযোগকে সামনে রেখে শুক্রবার আগরতলার রাজপথে প্রতিবাদ মিছিল করলো ভারতীয় জনতা পার্টি । আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের হয় আগরতলা শহর এর বিভিন্ন এলাকা পরিক্রমণ করে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড: মানিক সাহা, প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য,মন্ত্রী রতন লাল নাথ,সুশান্ত চৌধুরী,মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা।অন্যদিকে সংবাদমাধ্যমের মুখোমুখি মুখ্যমন্ত্রী বলেন সিপিআইএম এবং কংগ্রেস মিথ্যাচার ও ষড়যন্ত্রের মাধ্যমে অপপ্রচার করছে কিন্তু জনগণের বিশ্বাস বিজেপির উপর রয়েছে। আজকে জগণের উপস্থিতি তা প্রমান করছে। কারণ শুধুমাত্র আশেপাশের এলাকার জনসাধারণ
এই মিছিলে অংশ নিয়েছে তারপরও এতো উপস্থিতি।অন্যদিকে তিনি আরো বলেন সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনবরত জনগণের উন্নয়নে কাজ করে চলেছে।এই সরকার দুর্নীতি মুক্ত ও স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা প্রধান করছে সকলকে। পাশাপাশি এই মিছিলের মাধ্যমে যারা মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছে তাদেরকে চরম হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।অন্যদিকে এইদিনের মিছিলে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষ্যণীয়।