আগামী ১১ জানুয়ারি আগরতলায় গণ অবস্থান, মহাকরণ অভিযান জনজাতিদের সংগঠন গণমুক্তি পরিষদ
আগরতলা, Jan 05, 2025, ওয়েব ডেস্ক থেকে 2024
নিজেদের অস্তিত্বের জানান দিতে আবার ময়দানে নামছে বামফ্রন্ট সমর্থিত জনজাতিদের সংগঠন গণমুক্তি পরিষদ। তারই অঙ্গ হিসেবে আগামী ১১ জানুয়ারি আগরতলায় গণ অবস্থান, মহাকরণ অভিযান এবং গণ ডেপুটেশন কর্মসূচিতে শামিল হওয়ার পরিকল্পনা নিয়েছে। রবিবার রাজধানী আগরতলার মেলার মাঠে এলাকায় সিপিআইএম দলের রাজ্য কমিটির অফিসে এক সাংবাদিক সম্মেলন করে একতা জানান গণমুক্তি পরিষদের সভাপতি নরেশ জমাতিয়া। তিনি আরো বলেন জনজাতিদের বিভিন্ন দাবি দাবা নিয়ে তাদের এই কর্মসূচি এবং ডেপুটেশনের আয়োজন করা হবে। সারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এদিনের এই কর্মসূচিতে অংশ নেবেন সংগঠনের সদস্যরা। এদিনের এই কর্মসূচিতে সংগঠনের সাধারন সম্পাদক রাধা চরন দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন