আগামী ২৯শে জানুয়ারি স্বামী বিবেকানন্দ ময়দানে সিপিআইএমের প্রকাশ্য জনসমাবেশ।
আগরতলা, Dec 22, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
রাজ্য সম্মেলনকে সামনে রেখে আগামী ২৯ শে জানুয়ারি আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে চলছে সিপিআইএমের প্রকাশ্য জনসমাবেশ। রবিবার সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন ইতিমধ্যেই তৃণমূল স্তরে অঞ্চল কমিটি মহকুমা কমিটি এবং কিছু কিছু ক্ষেত্রে জেলা কমিটির সম্মেলন সম্পন্ন হয়ে গেছে। এখন পরবর্তী ধাপে বাকি জেলা কমিটি গুলোর সম্মেলন অনুষ্ঠিত হবে। যাবতীয় সম্মেলন সম্পন্ন হওয়ার পর আগামী ২৯, ৩০ এবং ৩১শে জানুয়ারি অনুষ্ঠিত হবে পার্টির রাজ্য সম্মেলন। আর এই সম্মেলনকে সামনে রেখে ২৯ শে জানুয়ারি স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে প্রকাশ্য জনসমাবেশ। এই সম্মেলনে উপস্থিত থাকবেন সিপিআইএম এর পলিটব্যুরো সদস্য তথা কমিটির আহ্বায়ক প্রকাশ করার, সর্বভারতীয় নেতৃত্ব বৃন্দা কারাত, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য নেতৃত্ব।
গোটা রাজ্য থেকে প্রচুর সংখ্যায় দলীয় কর্মী সমর্থকরা এই সমাবেশে যোগদান করতে চলছেন। কিন্তু বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যেখানে আক্রমণ এবং হামলার শিকার হচ্ছে বিরোধী কর্মী সমর্থকরা। এমনকি সম্মেলনে আসার জন্য পরিবহন সংস্থার কাছ থেকেও প্রয়োজনীয় গাড়ি পাওয়া যাচ্ছে না। অনেক ক্ষেত্রে যারা সম্মেলনে কিংবা মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেন তাদের বাড়িতে হামলা হুমকি এবং আক্রমণ সংগঠিত হয় যার ফলে অনেকেই প্রকাশ্যে আসতে পারছেন না। ফলে স্বাভাবিকভাবেই এই সকল বিষয়কে সামনে রেখে এক প্রতিকূলতা এর মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে চলছে এই সম্মেলন। অন্যদিকে তিনি বলেন জনগণের যে মৌলিক চাহিদা এবং সমস্যা রয়েছে তা ঢেকে দেওয়ার জন্য এই সরকার বিভিন্ন কৌশল অবলম্বন করে চলছেন কখনো মেলা কখনো কার্নিভাল। আর তাছাড়া ফ্লেক্সে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে মানুষের সমস্যাগুলোকে ঢেকে দেওয়ার প্রচেষ্টা করছে। সামগ্রিক বিষয়বস্তু নিয়ে ই আগামী দিনে কিভাবে সিপিআইএম রাজ্যে কর্মসূচি গ্রহণ করবে কিভাবে জনগণের হয়ে লড়াই করবে সে যাবতীয় বিষয়বস্তু নিয়ে এই সম্মেলনে আলোচনা হতে চলছে বলে জানান সিপিএম রাজ্য সম্পাদক তথা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।