দেশ ও রাজ্যকে আরো সমৃদ্ধ করবে সমবায়- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
আগরতলা, Dec 22, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিকল্পিত দিশায় সমবায় গোটা দেশ সহ রাজ্যকে আগামী দিনে আরো সমৃদ্ধ করবে, রবিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলনে সরকার সে সমৃদ্ধি শির্ষক এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানে সমবায়কে সামনে রেখে রাজ্যে জিএসডিপি ও পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধির আহ্বান জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। জাতিসংঘ 2025 সালকে আন্তর্জাতিক সমবায় বর্ষ হিসেবে ঘোষণা দিয়েছে ।এরই অঙ্গ হিসেবে রবিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য সরকারের সমবায় দপ্তরের উদ্যোগে সমবায় সম্মেলনের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ ,সমবায় দপ্তরের কেন্দ্রীয় সচিব আশিস কুমার বোটানি, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব ,সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা সহ অন্যান্য আধিকারিকগণ ।রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের ১৮ টি স্টল ঘুরে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ ।অনুষ্ঠানের দুটি মোবাইল ভ্যান পরিষেবার সূচনা করেন তিনি। ৫০টি প্রাথমিক সমবায় সমিতিকে মাইক্রো এ টি এম বিতরণ করেন তিনি ।এই অনুষ্ঠান থেকেই উদয়পুরের ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমার ফেডারেশনের নির্মিত নতুন পেট্রোল পাম্পের ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি।
পরে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র তথা সমবায় মন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির দিশায় রাজ্যকে প্রগতির মন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির দিশায় রাজ্যকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সংসদ বিপ্লব কুমার দেব এবং বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসার ডাক্তার মানিক সাহার প্রশংসা করেন ।রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ,দুইবার রাজ্যবাসী বিজেপির পক্ষে রায়দান করেছেন ।আগামী নির্বাচনেও দীক্ষিত ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্যবাসী বিজেপির পক্ষেই মতদান করবেন বলে জানান তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী নির্বাচনেও তিনি রাজ্যে আসবেন এবং কমিউনিস্টদের ৩৫ বছর ও বিজেপির ১০ বছরের ব্যবধান তুলে ধরবেন ।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূর্বতন সরকার রাজ্যবাসীর হলেও কাম করতো শুধুমাত্র ক্যাডারদের জন্য। ক্যাডারদের ছাড়া কোন চিন্তাই তারা করত না। এর ফলেই ত্রিপুরা মূল স্রোত থেকে অনেকটা পিছিয়ে গেছে । স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূর্বতন কমিউনিস্ট শাসনের ২৫ বছর ৩৮ হাজার ব্রু রিয়াং শরণার্থীরা পশুর মত জীবন যাপন করতেন।কিন্তু পূর্বতন তথাকথিত গরিবের সরকার তাদের জন্য কোন পদক্ষেপ গ্রহণ করেনি ।২০১৮ সালে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসে ।2019 সালে ফের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন নরেন্দ্র মোদি। এরপর 2020 সালে এই ৩৮ হাজার শরণার্থী পরিবারদের দুর্দশা লাঘবে পদক্ষেপ গ্রহণ করে বিজেপি সরকার। তিনি আরো বলেন,২০১৮ সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর প্রগতির পথে চলচ্ছে ত্রিপুরা। মানুষের পারকেপিটা ইনকাম আটানব্বই হাজার থেকে বৃদ্ধি পেয়ে ১ লক্ষ ৭৭ হাজার টাকা পর্যন্ত হয়েছে যা পশ্চিমবাংলার মানুষের পার কেপিটা ইনকামের চেয়ে অনেক বেশি ।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ,একেই সুশাসন বলে। এই সুশাসনের গতি আরো বৃদ্ধি করার লক্ষ্যেই সরকার সমবায় কে আরো সামনে এগিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৭০ শতাংশ অর্গানিক ফসল উৎপাদক রাজ্য ত্রিপুরা ।কিন্তু অর্গানিক সার্টিফিকেশন নেই কৃষকদের। রাজ্যের কৃষকদের কোন সমবায়ের মাধ্যমে ন্যাশনাল অর্গানিক কো-অপারেটিভ লিমিটেডের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, এতে কৃষকদের ভূমি ও উৎপাদিত ফসলের সার্টিফিকেশন করা সহজ হবে। এই ক্ষেত্রে সমবায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ।