কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানিয়ে গোটা দেশজুড়ে আন্দোলন সংঘটিত করছে কংগ্রেস।
আগরতলা, Dec 22, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানিয়ে গোটা দেশজুড়ে আন্দোলন সংঘটিত করছে কংগ্রেস। এরই অঙ্গ হিসাবে ত্রিপুরা রাজ্য প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আন্দোলন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রবিবার আগরতলায় সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন পার্লামেন্টে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধানের রচয়িতা ডঃ বি আর আম্বেদকর কে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন তার কোন ভাবে ক্ষমার যোগ্য নয়।
এই ধরনের মন্তব্যের কারণে আজ গোটা দেশবাসী ক্ষুব্ধ। তাই কংগ্রেসের দাবি অবিলম্বে কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে অপসারণ করতে হবে। পাশাপাশি দাবি তোলা হচ্ছে এই মন্তব্যের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কে জনসম্মুখে এসে ক্ষমা চাইতে হবে। কারণ এই ধরনের মন্তব্যের মাধ্যমে গোটা দেশবাসীর ভাবাবেগের উপর আঘাত করা হয়েছে। যদি অবিলম্বে দাবি পালন না হয় তাহলে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন গোটা দেশজুড়ে সংঘটিত করবে কংগ্রেস এবং রাজ্য প্রদেশ কংগ্রেসের উদ্যোগে চলবে আন্দোলন। অন্যদিকে কংগ্রেস বিধায়ক সকল রাজনৈতিক দল এবং সাধারণ জনগণের উদ্দেশ্যে আহবান জানান সকলের যেন এই ধরনের মন্তব্যের প্রতিবাদে এগিয়ে আসেন এবং এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন।