প্রণামী বাক্সে ভুল করে পড়ে যাওয়া আইফোনও দেবতার...
আগরতলা, Dec 22, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
দক্ষিণের মন্দিরে একুশে আইন? প্রণামী বাক্সে ভুল করে পড়ে যাওয়া আইফোনও দেবতার...
দীনেশ নামে যুবক গিয়েছিলেন তামিলনাড়ুর রুপরুরের শ্রী কাণ্ডাস্বামী মন্দিরে পুজো দিতে। সেখানে টাকা দিতে গিয়ে ভুল করে দানপাত্রে ফোন ফেলে দেন তিনি। কিন্তু কর্তৃপক্ষের প্রতিক্রিয়ায় একেবারে হতবাক সেই ভক্ত। হাত ফসকে মন্দিরের দানবক্সে বা 'হুন্ডি'তে পড়ে গেল আইফোন। তিনি আশা করেছিলেন যে এই ঘটনা কর্তৃপক্ষকে জানালে, সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু কর্তৃপক্ষের প্রতিক্রিয়ায় একেবারে হতবাক সেই ভক্ত। জানা গিয়েছে, দীনেশ নামে যুবক গিয়েছিলেন তামিলনাড়ুর রুপরুরের শ্রী কাণ্ডাস্বামী মন্দিরে পুজো দিতে। সেখানে টাকা দিতে গিয়ে ভুল করে দানপাত্রে ফোন ফেলে দেন তিনি।
সঙ্গে সঙ্গে তিনি এই ঘটনা মন্দির কর্তৃপক্ষকে জানান। তিনি ভেবেছিলেন, মন্দির কর্তৃপক্ষের সাহায্যে আইফোন ফিরে পাবেন। কিন্তু মন্দিরের প্রতিক্রিয়া হতবাক তিনি। মন্দির কর্তৃপক্ষ তাঁকে সাফ জানিয়ে দেয়, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, ঈশ্বরের প্রতি যা কিছু অর্পণ করা হয়, সে সবই ঈশ্বরের জিনিস হয়ে যায়। ফলে ফোন ফেরত দেওয়া যাবে না।' মন্দিরের ঐতিহ্য অনুযায়ী প্রতি দুই মাসে মাত্র একবার দান বাক্স খোলা হয়। এই ঘটনায় দীনেশ কর্তৃপক্ষের কাছে অভিযোগ তবে সিম কার্ড এবং ফোন থেকে যেকোনও গুরুত্বপূর্ণ তথ্য ডাউনলোড করতে পারবেন। তবে ফোন ফেরত না দেওয়া হলেও তাঁকে সেই ফোন থেকে নিজের প্রয়োজনীয় তথ্যগুলি সংগ্রহ করে নেওয়ার অনুমতি দেওয়া হবে বলে জানায় মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের দাবি, ১৯৭৫-এর আইন অনুযায়ী যা কিছু ওই বাক্সে প্রণামী হিসাবে পড়বে, তা সবই মন্দির কর্তৃপক্ষের। আর সেই আইন অনুযায়ী, যুবকের আইফোনও মন্দিরের সম্পত্তি। সুতরাং তা ফেরত দেওয়া সম্ভব নয়।
z ২৪ ঘন্টা