বিশ্ব হিন্দু পরিষদের বজরং দলের পক্ষ থেকে রাজ্যভিত্তিক খেলো কাবাডি বং ম্যারাথন দৌড় প্রতিযোগিতা


newsagartala24.com Images

আগরতলা, Dec 22, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


রবিবার ত্রিপুরা প্রান্তের বিশ্ব হিন্দু পরিষদের বজরং দলের পক্ষ থেকে রাজ্যভিত্তিক খেলো কাবাডি এবং ম্যারাথন দৌড় প্রতিযোগিতার অঙ্গ হিসেবে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।সেখানে বিস্তারিত জানাতে গিয়ে বজরং দল ত্রিপুরার প্রান্তের সংযোজক টুটন সাহা বলেন, বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল সদা সেবা সুরক্ষা সংস্কারের দায়িত্বে সমাজের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। তারই অন্তর্গত কেন্দ্রীয় যোজনা বজরং দল পঞ্চ পরিবর্তন তথা নাগরিক কর্তব্য কুটুম্ব প্রবোধন স্বদেশী গ্রহণ ইত্যাদি জাগরণের উদ্দেশ্যে এই রাজ্যে গ্রাম থেকে ব্লক স্তর এবং ব্লক স্তর থেকে জিলা ও জেলা স্তর থেকে রাজ্যস্তরে খেলো কাবাডি ও পঞ্চ পরিবর্তন যাত্রা র উদ্যোগ গ্রহণ করেন। তাছাড়াও এই প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন । তাছাড়া সংগঠনের উদ্যোগে লাগাতার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় মূলত জনসেবামূলক কর্মসূচি তার মধ্যে অন্যতম। যার উদাহরণ পাওয়া গেছে সম্প্রতি রাজ্যের বন্যায়