কৃষিজ উৎপাদনে স্বয়ম্বরতা অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার-কৃষি মন্ত্রী
আগরতলা, Jan 05, 2025, ওয়েব ডেস্ক থেকে 2024
কম জমি থাকা সত্ত্বেও খাদ্যশস্য উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জনের লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার ।রবিবার রাজধানীর নজরুল কলা ক্ষেত্রে ত্রিপুরা এগ্রিকালচারেল গ্রাজুয়েটস এসোসিয়েশন তথা তাগা'র ৫৩ তম বার্ষিকী সম্মেলনে বললেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ ।অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন ,প্রধানমন্ত্রীর গৃহীত পরিকল্পনায় উপকৃত হচ্ছেন রাজ্যের কৃষকরা ।এতে রাজ্যের কৃষকদের গড় আয় বৃদ্ধি পেয়েছে।
রবিবার নজরুল কলা ক্ষেত্রে ত্রিপুরা এগ্রিকালচারেল গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন বা তাগা'র ৫৩ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ।এই অনুষ্ঠান প্রসঙ্গে একান্ত সাক্ষাৎকারে কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানান, সরকারের মূল লক্ষ্য কৃষকদের আয় বাড়ানোর সাথে সাথে কৃষিজ উৎপাদন বৃদ্ধি করা। রাজ্যে বর্তমানে তিনটি জেলা খাদ্যে স্বয়ম্ভর। অপর তিনটি জেলা স্বয়ম্বরতা অর্জনের কাছাকাছি স্থানে রয়েছে ।আর দুটি জেলা অনেকটা পিছিয়ে রয়েছে। এই অবস্থায় কৃষিজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি কাজে বিজ্ঞানভিত্তিক আধুনিক পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে বলে জানান কৃষিমন্ত্রী রতনলাল নাথ। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিকশিত ভারত সংকল্প যাত্রায় এগিয়ে চলছে দেশ ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মূল লক্ষ্য আত্মনির্ভর হওয়া ।আত্মনির্ভরতার লক্ষে রাজ্যের ৭০% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল ।রাজ্যের কৃষি দপ্তরের আধিকারিকদের অভিনন্দন জানিয়ে সাংসদ বলেন ,কৃষিকে কেন্দ্র করে কিভাবে রোজগার বৃদ্ধি করা যায় তার নিদর্শন আপনারা রেখেছেন ।তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই লক্ষ্যে অনেক পরিকল্পনা গ্রহণ করেছেন। এর ফলস্বরূপ উপকৃত হচ্ছেন রাজ্যের কৃষকরা ।তথ্য দিয়ে তিনি জানান, ২০১৫-১৬ সালে রাজ্যের কৃষকদের গড় আয় ছিল 6 হাজার 580 টাকা ।বর্তমানে রাজ্যের কৃষকদের গড় আয় বৃদ্ধি পেয়ে হয়েছে ১৩ হাজার ৫৯০ টাকা। ত্রিপুরা এগ্রিকালচারাল গ্রাজুয়েটস এসোসিয়েশনের ৫৩ তম বার্ষিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায় ,অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া, আধিকারিক দীপক দাস, শরদিন্দু দাস সহ অন্যান্যরা।