দিল্লির সরকার কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করছে বলেই মোদী এই প্রকল্পগুলি
আগরতলা, Jan 05, 2025, ওয়েব ডেস্ক থেকে 2024
আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়ালের দাবি, দিল্লির সরকার কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করছে বলেই মোদী এই প্রকল্পগুলি উদ্বোধন করতে পারলেন দিল্লির নির্বাচনের মুখে রবিবার প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ ‘নমো ভারত’ করিডরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪০ মিনিটে দিল্লি থেকে মীরট পৌঁছে যাওয়া যাবে এই পথ ধরে। ।
দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে। নির্ঘণ্ট এখনও ঘোষণা না হলেও ভোটের উত্তাপ এখন থেকে টের পাওয়া যাচ্ছে দিল্লিতে। চলছে আক্রমণ, প্রতি আক্রমণ। কেজরীওয়ালের আপকে খোঁচা দিয়ে ‘আপ-দ’ বলে বিঁধছেন মোদী, অমিত শাহেরা। রবিবারও ‘আপ-দ’ মুক্ত দিল্লি গড়ার ডাক দিয়েছেন মোদী। আপ সরকারের কোনও দূরদর্শিতা নেই বলেও মন্তব্য করেন তিনি। মোদী বলেন, “দিল্লির নগরোন্নয়ন পরিকল্পনা এমন হওয়া উচিত, যা গোটা বিশ্বের কাছে নিদর্শন হয়ে থাকবে। কিন্তু ‘আপ-দ’ সরকারের কোনও ভাবনাচিন্তা নেই এ বিষয়ে। কেন্দ্রে বিজেপি শাসিত সরকারই রাজধানীর উন্নতি করছে।” মোদীর এই মন্তব্যের পর বিকেলেই জবাব দিলেন কেজরী। আপ প্রধানের বক্তব্য, এই প্রকল্পগুলি কেন্দ্রীয় সরকার এবং আপ প্রশাসনের সহযোগিতার ফসল। তিনি বলেন, “যাঁরা বলে বেড়ান আপ শুধু লড়াই করতে ব্যস্ত থাকে, এ দিনের জোড়া উদ্বোধন তাদের মুখের উপর জবাব।” বস্তুত, এ বারের বিধানসভা ভোটের আগে আপকে নাগাড়ে আক্রমণ শুরু করেছে বিজেপি। আপ সরকারের বিরুদ্ধে ‘আরোপপত্র’ (‘চার্জশিট’) প্রকাশ করেছে তারা। তাতে গত এক দশকে আপ নেতৃত্বের ‘প্রতিশ্রুতি পালনে ব্যর্থতা তুলে ধরা হয়েছে।