নবদিগন্ত ক্লাবের শিশু মেলায় সংবর্ধিত হলেন বিনীত এবং তার কোচ দীপক


newsagartala24.com Images

আগরতলা, Jan 04, 2025, ওয়েব ডেস্ক থেকে


নবদিগন্ত ক্লাবের শিশু মেলায় সংবর্ধিত হলেন বিনীত এবং তার কোচ দীপক।।।।।নব দিগন্ত ক্লাবের শিশু মেলায় সংবর্ধিত হলেন রাজ্যের অন্যতম প্যারা সুইমার বিনিত রায়। সঙ্গে তার কোচ দীপক দাসকেও সংবর্ধিত করলো নবদিগন্ত সামাজিক সংস্থা। শনিবার পড়ন্ত বিকেলে তাদের শিশু মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিনীত রায় এবং দীপক দাসকে এই সম্মান দিলো নব দিগন্ত সামাজিক সংস্থা। সম্মান পেয়ে আবেগে আপ্লুত হলেন বিনীত এবং দীপক দাস ।সদ্য সমাপ্ত সিঙ্গাপুরে প্যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে বিনীত রায় রাজ্যের হয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছিলেন।

বিনীতির এই সফলতাকে সম্মান জানাতেই এই উদ্যোগ নিলো  নব দিগন্ত সামাজিক সংস্থা। স্মারক এবং ছোট্ট একটি চারা গাছ দিয়ে বিনীত রায় এবং দীপক দাসকে অভিবাদন জানানো হলো নব দিগন্ত সামাজিক সংস্থার তরফে।