প্রদেশ কংগ্রেস ভবনে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের ১৭তম প্রয়াণ দিবস পালন করা হয়।
আগরতলা, Jan 04, 2025, ওয়েব ডেস্ক থেকে
শনিবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের ১৭ তম প্রয়াণ দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ,যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা, প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্যরা। উপস্থিত সকল নেতৃত্ব প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য মধ্য দিয়ে উনার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন সুধীর রঞ্জন মজুমদার ছিলেন রাজ্যের অন্যতম জনদরদী নেতৃত্ব। বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করার সময় তিনি রাজ্যের জাতির জনজাতি উন্নয়ন কৃষক শ্রমিক যুবসমাজ প্রত্যেকের জন্য কাজ করে গেছেন। পাশাপাশি রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে। নিয়েছেন অগ্রণী ভূমিকা। উনার মুখ্যমন্ত্রী কালীন সময়কালে নেওয়া বিভিন্ন পদক্ষেপ আজও অনুপ্রেরণা যোগায় সকলকে। প্রকৃতপক্ষে জনগণের আক্ষরিক উন্নয়নে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছিলেন প্রয়াত-প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার।
আজ এই অনুষ্ঠানের মাধ্যমে মূলত উনার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হচ্ছে। পাশাপাশি উনার কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। একজন জননেতা হিসেবে রাজ্যের সামগ্রিক উন্নয়নে তিনি যে কাজ করে গেছেন তার জন্য সর্বদাই স্মরণ করা হবে উনাকে।