মাইক বাজানোর অপরাধে বেশ কিছু লাউড স্পিকার বাজেয়াপ্ত করল NCC থানার পুলিশ।


newsagartala24.com Images

আগরতলা, Jan 04, 2025, ওয়েব ডেস্ক থেকে


মাত্রাতিরিক্ত শব্দদূষণে কার্যত নাজেহাল রাজ্যের বিভিন্ন প্রান্তের জনগণ। বিভিন্ন ক্ষেত্রে উল্লাসের কারণে কোন ধরনের অনুমোদন ছাড়াই চলছে এই ধরনের শব্দ দূষণ যার ফলে এর কারনে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিশু বৃদ্ধ প্রত্যেকেই ভোগান্তির শিকার। অবশেষে এই ধরনের বিষয় ক্ষেত্রে রাজ্যের মধ্যে কার্যত ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করল এনসিসি থানার পুলিশ। শব্দ দূষণ করার অপরাধে এবং অনুমোদন ছাড়া নির্দিষ্ট সময়ের পর উচ্চ আওয়াজের মাইক বাজানোর অপরাধে বেশ কিছু লাউড স্পিকার বাজেয়াপ্ত করল পুলিশ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এনসিসি থানার ওসি সুশান্ত দেব জানান বহুদিন ধরে এ বিষয়ে নজর রাখছিল থানা কর্তৃপক্ষ অবশেষে শুক্রবার রাতে নির্দিষ্ট সময়ের পর মাত্রাতিরিক্ত আওয়াজে লাউডস্পিকার বাজানোর অপরাধে তিনটি জায়গা থেকে লাউডস্পিকার বাজেয়াপ্ত করে পুলিশ। তাছাড়া তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। একই সাথে প্রশাসনের বক্তব্য রাত দশটার পর অনুমোদন ছাড়া এভাবে লাউডস্পিকার বাজানো আইনত অপরাধ সে বিষয়কে সামনে রেখেই এই অভিযান চালানো হয়েছে পাশাপাশি বাজাব তো হয়েছে বেশ কয়েকটি লাউড স্পিকার। আরি আটককৃত লাউড স্পিকারের বাজার মূল্য প্রায় দু লক্ষাধিক টাকা বলে জানায় পুলিশ। অন্যদিকে যত্রতত্র শব্দ দূষণ রুখতে প্রশাসনের এই ধরনের পদক্ষেপ আগামী দিনে নতুন দৃষ্টান্ত তৈরি করবে বলেই আশা করছি বুদ্ধিজীবী মহল যা অত্যন্ত সময়োপযোগী।