লংতরাই পরিবারের স্থানীয় ডিলার্সদের নিয়ে লংতরাই ডিলার্স মিট - ২০২৪ অনুষ্ঠিত হয়।


newsagartala24.com Images

আগরতলা, Dec 22, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


 অন্নদা স্পাইসেস্‌ ইন্ডাস্ট্রির উদ্যোগে বিলোনিয়াস্থিত কুঞ্জবন বিয়ে বাড়িতে লংতরাই পরিবারের স্থানীয় ডিলার্সদের নিয়ে লংতরাই ডিলার্স মিট - ২০২৪ অনুষ্ঠিত হয়। এই ডিলার্স মিট-এর উদ্বোধন করেন বিলোনিয়া পুরপরিষদের পুরপিতা শ্রী নিখিল চন্দ্র গোপ মহোদয়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিলোনিয়া পৌরসভার মাননীয় পূরপারিষদ শ্রী ধ্রুব মজুমদার, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিলোনিয়া বাজার কমিটির সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী দিলীপ নন্দী। সভাপতিত্ব করেন বিলোনিয়ার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব শ্রী হারাধন ধর ও বিলোনিয়ার বিশিষ্ট ব্যবসায়ী শ্রী অরুণ পাল। উপস্থিত ছিলেন লংতরাই-এর ডাইরেক্টর, শ্রী কৃষ্ণধন দেবনাথ এবং লংতরাই-এর জেনারেল ম্যানেজার শ্রী সুব্রত দেবনাথ। এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন লংতরাই-এর ডাইরেক্টর, শ্রী কৃষ্ণধন দেবনাথ।

পুরপিতা ওনার বক্তব্যের মধ্যে জানান যে লংতরাই-এর সাফল্যে তিনি অভিভূত। লংতরাই-এর জেনারেল ম্যানেজার শ্রী সুব্রত দেবনাথ, ভাষণের মধ্য দিয়ে লংতরাই প্রোডাক্টের গুণমান ও সতেজতার উপরে আলকপাত করেন। এছারা কিভাবে লংতরাই গ্রাহকদের মধ্যে বিস্বস্ততার প্রতিক হয়ে উঠেছে সে বিষয়েও কথা বলেন। সভায় উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আলোচনায় অংশ নেওয়া কয়েকজন বিশিষ্ট ব্যবসায়ী লংতরাই গুঁড়া মশলার মান ও গুণাবলীর উচ্চ প্রশংসা করেন।