সন্ত্রাসবাদ নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ন তুললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার


newsagartala24.com Images

আগরতলা, Jan 04, 2025, ওয়েব ডেস্ক থেকে


সন্ত্রাসবাদ নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ন তুললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শনিবার আগরতলায় ডেইলি দেশের কথা অফিস প্রাঙ্গনে আয়োজিত এক রক্তদান শিবিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন রাজ্যে বিগত কিছুদিন ধরে বিভিন্ন তথ্য উঠে আসছে সন্ত্রাসবাদীদের রাজ্যে আগমনের যা নিঃসন্দেহে রাজ্যের জন্য চিন্তার বিষয়। যদি এমন হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে এখানে সরকারের দুর্বলতা রয়েছে। যেকোনো তথ্য সরকারের কাছে থাকে কিন্তু সরকার এর বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করছে তা হলো মূল বিষয়। একই সাথে তিনি বলেন বাম সরকারের সময়কালে এই সন্ত্রাসবাদকে মূল থেকে বিনষ্ট করতে কার্যকরী ভূমিকা গ্রহণ করেছে তৎকালীন সরকার। পাশাপাশি যে দাবিগুলো যুক্তিসম্পন্ন ছিল তা পূরণ করে শান্তি সম্প্রীতির পরিবেশ তৈরিতে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল সরকার। সীমান্তে বিএসএফ সিআরপিএফ ও টি এস আর বাহিনীর সমবেত প্রচেষ্টায় রাজ্যে জনগণের আকাঙ্খিত শান্তির পরিবেশ স্থাপন করা হয়েছিল। অন্যদিকে রক্তদান শিবিরে রক্ত দাতাদের রক্তদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। একই সাথে রক্তের চাহিদা মেটাতে নিয়মিতভাবে সকলকে এই ধরনের রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। কারণ রক্তের কোন বিকল্প হতে পারে না আর তাকে বল দানের মাধ্যমে সংগ্রহ করা সম্ভব। কার সাথে যারা এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন তাদেরকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।