সরকারি কাজ বাস্তবায়নে আধিকারিকদের সদিচ্ছা থাকা চাই-মন্ত্রী সুধাংশু দাস
আগরতলা, Jan 05, 2025, ওয়েব ডেস্ক থেকে 2024
রাজনীতির উর্দ্ধে থেকে প্রাণী চিকিৎসকদের সরকারি কাজ বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ।রবিবার সুকান্ত একাডেমিতে ত্রিপুরা ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের দশম দ্বিবার্ষিক তথা ৫৫ তম বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানালেন মন্ত্রী সুধাংশু দাস ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। রবিবার রাজধানীর সুকান্ত একাডেমিতে ত্রিপুরা ভেটে রিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের দশম দ্বিবার্ষিক তথা ৫৫ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ।এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ,আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা ।এদিন অতিথিরা প্রদীপ প্রজ্জলন করে সম্মেলনের উদ্বোধন করেন ।সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রাণী চিকিৎসকদের কি কাজ করণীয় সেই সম্পর্কের বিস্তারিত তুলে ধরেন এআরডিডি মন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন ,আপনারা গ্রেট ওয়ান অফিসার। আপনাদের মত আধিকারিকদের কোন রাজনৈতিক বিচারধারা থাকা উচিত বলে আমি মনে করি না ।মন্ত্রী আরো বলেন, তিনি চান না তার দপ্তরের আধিকারিক চায়না বিচারধারা বা বিজেপির রাষ্ট্র বাদী বিচারধারা প্রমোট করুন। তিনি বলেন ,সরকারি কাজ বাস্তবায়নে আধিকারিকদের সদিচ্ছা থাকা চাই। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা।