স্কুল অফ সায়েন্সের সঙ্গে প্রীতি ক্রিকেটে টিএসজেসি-র প্রতিষ্ঠা দিবস উদযাপিত।


newsagartala24.com Images

আগরতলা, Jan 04, 2025, ওয়েব ডেস্ক থেকে


প্রীতি ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে। স্কুল অফ সায়েন্স এবং ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের মধ্যে এই বন্ধুত্বপূর্ণ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। পেশাগত দায়িত্ব পালনের জন্য হাজারো ব্যস্ততা সত্ত্বেও ক্লাবের প্রতিষ্ঠা দিবস উদযাপন এবং বিনোদনের উদ্দেশ্যে একদিনের জন্য মাঠে ক্রিকেট ম্যাচ আয়োজন অনুষ্ঠানে আনন্দ উপভোগ করতে পেরে দু-দলের খেলোয়াড় এবং আয়োজকরা অত্যন্ত আনন্দ অনুভব করছেন। আগামী দিনেও এ ধরনের প্রীতি ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে দুই পক্ষের সম্পর্ক জারি থাকবে বলে খেলোয়াড় এবং অতিথিদের প্রত্যেকেই অভিমত ব্যক্ত করেন। ‌

ভোলাগিরি মাঠে বেলা সাড়ে দশটায় ম্যাচ শুরুতে টস জিতে টিএসজেসি ক্রিকেট টিম প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। স্কুল অফ সায়েন্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৩ রান সংগ্রহ করে। জবাবে টিএসজেসি ক্রিকেট টিম ১৪.২ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রাণ সংগ্রহ করে নেয়। খেলায় দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের সুবাদে সেরা ব্যাটসম্যান হিসেবে সায়ন দাস, সেরা বোলার হিসেবে দিব্যেন্দু দে এবং ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে মনোজিৎ দাসকে সুদৃশ্য ট্রফি দেওয়া হয়। স্কুল অফ সায়েন্স টিমের হয়ে অভিজিৎ, সৈনিক, সায়ন, শুভঙ্কর, কৃষ্ণেন্দু, কুমার, রাজেশ, স্নেহাশীষ, জ্যাকব তুহিন, অবিনাশ যেমন দুর্দান্ত খেলেছেন, তেমনি ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের হয়ে বিপ্লব, অভিষেক, সুব্রত, মনোজিৎ, মিলটন, সুমন, প্রসেনজিৎ, অর্পণ, শিসান, দিব্যেন্দু, অনির্বাণ, জাকির, অঞ্জন, সরযূ, সুপ্রভাত দারুণ খেলা উপহার দিয়েছেন। ‌খেলা শেষে এক বিশেষ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবর্গ তথা স্কুল অফ সায়েন্স এর  প্রতিষ্ঠাতা, অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য,  টিএসজেসি-র সভাপতি সরযূ চক্রবর্তী, প্রতিষ্ঠাতা সদস্য তথা টিএফএ-র সভাপতি প্রনব সরকার, টিএসজেসি-র সহ-সভাপতি সুপ্রভাত দেবনাথ, সম্পাদক অনির্বাণ দেব, কোষাধ্যক্ষ উৎপল ভট্টাচার্য, কার্যকরী সদস্য অভিষেক দে ও বিপ্লব চন্দ প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। টিএসজেসি-র পক্ষে সম্পাদক অনির্বাণ দেব এবং স্কুল অফ সায়েন্স-এর পক্ষ অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। আম্পায়ার ও স্কোরার সুকান্ত সাহা, স্বপ্নদীপ সাহা ও সুপ্রভাত দেবনাথকেও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।