১০০ টি পরিবারকে নতুন শাড়ি ও জামা সহ বিভিন্ন খাদ্যদ্রব্য ত্রিপুরা গ্রামীণ ব্যাংক বিতরণ করে


newsagartala24.com Images

আগরতলা, Oct 09, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আজ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ও ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের দক্ষিণ ত্রিপুরা জেলার আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপনায় বিলোনিয়াস্থিত আবুল কালাম কমিউনিটি হলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ১০০ টি পরিবারকে নতুন শাড়ি ও জামা সহ বিভিন্ন খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।


সন্মানীয় অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিলোনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ,কাউন্সিলর ধ্রুব প্রসাদ মজুমদার,কাউন্সিলর মৃণাল দাস,এলডিম টি টনসিং।
ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের দক্ষিণ ত্রিপুরা জেলার আঞ্চলিক কর্মাধ্যক্ষ সুজিত রায়,বিলোনিয়া শাখার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার সঞ্জয় দাস,বরপাথারি শাখার ম্যানেজার অনিল কুমার সাহু সহ ব্রাঞ্চগুলির কর্মী ও আধিকারিকরা।
আজকের এই মহতী অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষ্যনীয়।