আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় প্রয়াত প্রধানমন্ত্রীর স্মরণে স্মরণসভা
আগরতলা, Jan 02, 2025, ওয়েব ডেস্ক থেকে 2024
সম্প্রতি প্রয়াত হয়েছেন ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। আর উনার প্রয়ানে গোটা দেশ জুড়ে সাত দিন ধরে জাতীয় শোক পালন করা হয়েছে একই সাথে দলীয়ভাবে কংগ্রেসের পক্ষ থেকে সাত দিনের শোক পালন করা হয়েছে দেশে। অন্যদিকে প্রয়াত প্রধানমন্ত্রীর স্মরণে কংগ্রেসের উদ্যোগে দেশের প্রত্যেকটি জেলায় অনুষ্ঠিত হচ্ছে শোকসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। একইভাবে ত্রিপুরা রাজ্যের তাই প্রত্যেকটি জেলাতে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার পর বৃহস্পতিবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় প্রয়াত প্রধানমন্ত্রীর স্মরণে স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান।
উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আসিস কুমার সাহা বলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের অকাল প্রয়াণে গোটা দেশ শোকস্তব্ধ। তিনি টানা ১০ বছর প্রধানমন্ত্রী হিসাবে দেশের সামগ্রিক উন্নয়নে অভাবনীয় কাজ করে গেছেন। একই সাথে দেশের অর্থমন্ত্রী থাকাকালীন সময় দেশের বেহাল অর্থনীতিকে সামলে একটা নতুন দিসা দেখানোর কাজ করেছেন যা পরবর্তী সময় ভারতের অর্থনীতিকে মজবুত করতে অগ্রণী ভূমিকা পালন করেছিল। তাই অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী থাকাকালীন ও অন্যান্য বিভিন্ন দায়িত্বে থাকাকালীন সময়ে তিনি প্রত্যেকটা ক্ষেত্রে যে কাজ করে গেছেন তার জন্য চিরদিন তিনি স্মরণীয় হয়ে থাকবেন।