এসএফআই এর ৫৫ তম প্রতিষ্ঠা দিবস রাজ্য জুড়ে যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়েছে


newsagartala24.com Images

আগরতলা, Dec 30, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


এসএফআই এর ৫৫ তম প্রতিষ্ঠা দিবস রাজ্য জুড়ে যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়েছে। রাজ্যের নানা প্রান্তে মোট ৬১ টি স্থানে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করা হয়েছে।  প্রতিষ্ঠা দিবসের মূল কর্মসূচীটি মেলারমাঠ ছাত্রযুব ভবনের সামনে অনুষ্ঠিত হয়েছে। এখানে এসএফআই এর রাজ্য সভাপতি সুলেমান আলী সংগঠনের পতাকা উত্তোলন করেন। শহীদবেদীতে মাল্যদান করেন রাজ্য সভাপতি সুলেমান আলী, সম্পাদক সন্দীপন দেব রাজ্য কমিটির সদস্য সৃজন দেব, সোমরাজ ব্যানার্জী, সুমিত চক্রবর্তী, নিকিতা বর্ধন ও সদর বিভাগীয় সভাপতি সারং আচার্য সহ অন্যান্য ছাত্র নেতৃত্বরা। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

এসএফআই এর বিভাগীয় কমিটি গুলির উদ্যোগে আলোচনা সভা, স্বাস্থ্য শিবির, ছাত্রদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ, হাসপাতালের রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ, বসে আঁকো প্রতিযোগীতা সহ নানা ধরণের রাজনৈতিক, সাংগঠনিক ও সামাজিক কর্মসূচী প্রতিপালিত হয়েছে।