মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হল ৪৩ তম আগরতলা বইমেলা
আগরতলা, Jan 02, 2025, ওয়েব ডেস্ক থেকে 2024
সামাজিক অনুষ্ঠান সমূহে উপহার সামগ্রীর অন্যতম মাধ্যম হোক বই ।বৃহস্পতিবার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে ৪৩ তম আগরতলা বইমেলার উদ্বোধন করে বইপ্রেমীদের প্রতি এই আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। শুরুর দিন থেকেই পরিচিত ছন্দ ফিরে পেয়েছে হাঁপানিয়া মেলা প্রাঙ্গণের বই ও মানুষের এই মিলনমেলা। বৃহস্পতিবার থেকে হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে শুরু হল ৪৩ তম আগরতলা বইমেলা। এদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বইমেলার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা ,আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা ।বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা বইমেলার কলেবর বৃদ্ধি পাচ্ছে ।বাড়ছে বই বিক্রির সংখ্যা ,বইয়ের সংখ্যা এবং প্রকাশকের সংখ্যাও ।তিনি আশা প্রকাশ করে বলেন ,আগামী দিনেও আগরতলা বইমেলার আরও শ্রীবৃদ্ধি ঘটবে ।মুখ্যমন্ত্রী জানান ,ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় অসুবিধা যেন না হয় সেই লক্ষ্যকে সামনে রেখে এবছর বইমেলা এগিয়ে আনা হয়েছে। তিনি বলেন, মোবাইলের মাধ্যমেও বই পড়া যায় ।কিন্তু সেখানে অল্প জ্ঞান থাকে ।এই অল্প জ্ঞান অনেক সময় সমস্যা সৃষ্টি করে ।তাই বইয়ের কোন বিকল্প হয় না বলে জানান তিনি ।সামাজিক উৎসব অনুষ্ঠানে উপহার সামগ্রীর অন্যতম মাধ্যম হোক বই, এমনটাই চান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর অভিমত ,এতে করে বই লেখক বই প্রকাশক এবং বিক্রেতারা আরও বেশি উৎসাহিত হবেন। এদিন বইও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি ।বই মেলা কে কেন্দ্র করে প্রথম দিন থেকেই উপচে পড়া ভিড় মেলা প্রাঙ্গণে পরিলক্ষিত হয়।