টিআরবিটি চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করলো বাম ছাত্র যুব সংগঠন ডিওআইএফআই
আগরতলা, Jan 02, 2025, ওয়েব ডেস্ক থেকে 2024
রাজ্যের ছাত্রছাত্রীদের এবং বেকারদের বিষয় সমন্ধিত তিন দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার শিক্ষাভবনে টিআরবিটি চেয়ারম্যানের নিকট ডেপুটেশন
প্রদান করলো বাম ছাত্র যুব সংগঠন ডিওআইএফআই। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের সম্পাদক নবারুণ দেব বলেন পাঁচজনের একটি প্রতিনিধি দল বোর্ডের চেয়ারম্যান সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এই ডেপুটেশনের শামিল হন।
মূলত দাবি গুলোর মধ্যে অন্যতম হচ্ছে ২০২২ সালে এস টি জি টি পরীক্ষা নেওয়া হলেও এখনো পর্যন্ত তাদের ফলাফল প্রকাশ হয়নি যদিও বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়েছে এর সমর্থনে কিন্তু তা সত্ত্বেও ফলাফল দ্রুত প্রকাশের দাবি তোলা হয়েছে। অন্যদিকে প্রতিবছর যেখানে অন্তত একবার টেট পরীক্ষা নেওয়ার কথা সেখানে বিগত ছয় বছরের মাত্র হয়েছে তিনবার যার ফলে রাজ্যের বিদ্যালয়গুলোতে চরম শিক্ষক-স্বল্পতা তৈরি হয়েছে অথচ রাজ্যের লক্ষ লক্ষ বি এড ডি এল এড পড়ুয়া ছাত্রছাত্রীরা রয়েছে। অন্যদিকে সরকার যখন পরীক্ষা নেওয়া হচ্ছে না তখন শুন্য বোর্ড পূরণের জন্য নোটিফিকেশন দিচ্ছেন অথচ যখন পরীক্ষা নেওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে শূন্য পদ নেই। আরে ঘৃণ্য খেলার ফলে আজ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে রাজ্যের ছাত্র-ছাত্রী এবং যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীদের। ফলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে অবিলম্বে যেন এই বিষয়গুলো নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়।