জাতীয় আসরে অংশ নিতে রওনা হলো রাজ্য ভলিবল দল।।
আগরতলা, Jan 02, 2025, ওয়েব ডেস্ক থেকে 2024
জাতীয় আসরে অংশ নিতে রওনা হলো রাজ্য ভলিবল দল।।।।রাজ্য ভলিবল সংস্থার দুর্দান্ত উদ্যোগ। দীর্ঘ ১২ বছর পর সিনিয়র ন্যাশনাল ভলিবল আসরে অংশ নেবে রাজ্যদল।এর লক্ষ্যে দল বাছাই করা হলো। রাজস্থানের জয়পুরে হবে এই চ্যাম্পিয়নশিপ।
আসরে অংশগ্রহনের লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে জয়পুরের উদ্যেশ্যে রেলপথে রওনা হলো রাজ্যদল। জয়পুরের উদ্যেশ্যে রওনা হবার পূর্বে এদিন বাধারঘাট রেলস্টেশনে রাজ্যদলের খেলোয়াড়দের হাতে জার্সি ও ট্রেক শার্ট তুলে দেয়া হলো রাজ্য ভলিবল সংস্থার তরফে।