চিকিৎসায় গাফিলতিতে তিন মাসের শিশু সন্তানের মৃত্যুর অভিযোগ উঠল জিবিপি হাসপাতালে।


newsagartala24.com Images

আগরতলা, Jan 02, 2025, ওয়েব ডেস্ক থেকে 2024


চিকিৎসায় গাফিলতিতে তিন মাসের শিশু সন্তানের মৃত্যুর অভিযোগ উঠল জিবিপি হাসপাতালে। ঘটনার বিবরণী জানা গেছে সম্প্রতি ৭ ই ডিসেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে শিশু সন্তান ভর্তি করানো হয় হাসপাতালে। তারপর দীর্ঘ ১৫ দিন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিল শিশুটি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর নিয়ে আসা হয় সাধারণ ওয়ার্ডে। সেখান থেকে সম্প্রতি বাড়ি নিয়ে যাওয়া হয় শিশুটিকে কিন্তু পুনরায় কিছু অসুস্থতা পরিলক্ষিত হওয়ায় ৩০শে ডিসেম্বর পুনরায় হাসপাতালে ভর্তি করানো হয়। খোয়াই চেবরি এলাকার বাসিন্দা এর জনৈক ব্যক্তির শিশুটি সম্প্রতি ৩১ তারিখ থেকে অত্যধিক অসুবিধা ভূত করতে থাকে বলে অভিযোগ। পরে পরিবার-পরিজন চিকিৎসকদের কাছে সহযোগিতা এবং পরিষেবা প্রদান করার জন্য আবেদন করল সেরকম ভাবে হাসপাতালের পক্ষ থেকে সাড়া দেয়া হয়নি বলেই অভিযোগ ।

এমনকি যন্ত্রণায় কাতর অবস্থায় পড়ে থাকা শিশুটিকে একটিবারের জন্যও বিশেষজ্ঞ চিকিৎসকরা এসে দেখার প্রয়োজন বোধ করেনি বলেও অভিযোগ রয়েছে। পরবর্তী সময় শিশুটি স্বাভাবিকভাবেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। এক্ষেত্রে পরিবারের অভিযোগ মূলত সঠিক পরিষেবা না পাওয়ার কারণে এবং চিকিৎসকদের গাফিলতির কারণে শিশুটির অকালে মৃত্যু হয়েছে। এক্ষেত্রে চিকিৎসা পরিষেবা ও  চিকিৎসক গাফিলতি নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হবে বলেও জানাই পরিবারের পরিজনরা। অন্যদিকে শিশু সন্তানটির অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা পরিবার।