কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীতে বাম দলগুলির বিক্ষোভ মিছিল


newsagartala24.com Images

আগরতলা, Dec 30, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের  কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে গর্জে উঠলো বামপন্থী দলগুলি ।সোমবার সারা দেশের সাথে রাজ্যেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে পাঁচটি বামপন্থী দল মিছিল এবং পথসভা সংঘটিত করে।

এই দলগুলি হলো সিপিআইএম ,সিপিআই, আরএসপি, এআইবিএফ এবং সিপিআইএমএল। এদিন এই পাঁচটি বামপন্থী দলের সমর্থকরা মেলার মাঠ থেকে মিছিল সংঘটিত করে। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় এক পথসভায় মিলিত হয়। পথসভায় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এই কর্মসূচি প্রসঙ্গে রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর জানান, সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে ।যতদিন পর্যন্ত না তিনি ক্ষমা চাইবেন এবং পদত্যাগ করবেন ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান বামফ্রন্টের রাজ্য আহ্বায়ক নারায়ন কর।