স্কাই ওয়াল্ড ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ত্রিপুরার খেলোয়ারদের দুর্দান্ত সাফল্য।
আগরতলা, Dec 30, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
বহিরাজে গিয়ে খেলাধুলার মানচিত্রে রাজ্যের নাম ফের উজ্জ্বল করলো ত্রিপুরার ক্রীড়াবিদরা। সম্প্রতি পশ্চিমবঙ্গের কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হওয়া স্কাই ওয়ার্ল্ড ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪ এ বিশেষ সাফল্য পেয়েছে রাজ্যের খেলোয়াড়রা।
মোট ১৪ জন ক্যারাটে খেলোয়াড় ত্রিপুরা রাজ্য থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যার মধ্যে ১৩ জন বিশেষ দক্ষতার জন্য পুরস্কৃত হয়েছে। এর মধ্যে রয়েছে ৬টি স্বর্ণ পদক, ৪টি রৌপ্যা
এবং ১৬ টি ব্রোঞ্জ পদক। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরো বিস্তারিত তুলে ধলেন ত্রিপুরা ক্যারাটে এসোসিয়েশনের সম্পাদক কৃষ্ণ সূত্রধর।এদিকে এই সাফল্য অর্জনকারী খেলোয়াড়েরা সোমবার আগরতলা বিমানবন্দরে পা রাখতেই তাদের উষ্ণ অভ্যর্থনা প্রদান করা হলো রাজ্য সংস্থার তরফে।সংবর্ধিত হয়ে খুবই খুশি হলেন ক্যারাটে খেলোয়াড়েরা।