৮ন ং টাউন বড়দোয়ালি বিধানসভায় কেন্দ্রে শীতবস্ত্র বিতরণ
আগরতলা, Dec 30, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান সারা পৃথিবীর মধ্যে শুধুমাত্র ভারতবর্ষেই অনুষ্ঠিত হয়। বিশ্বের আর কোথাও এ ধরনের অনুষ্ঠান আয়োজিত হয় না। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের সঙ্গে দৃঢ়তার সম্পর্ক তৈরি হয়।
২০১৪ সালের পর ভারতবর্ষের অবস্থা অনেকটা পরিবর্তন হয়েছে। ত্রিপুরা রাজ্য সেই দিশায় কাজ করছে। মানুষের মুখে হাসি ফুটানোর জন্য এই সরকার কাজ করে চলেছে। সোমবার ৮ন ং টাউন বড়দোয়ালি বিধানসভায় কেন্দ্রে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। মন্ডল সভাপতি সহ গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছেন তিনি এ ধরনের মহতী অনুষ্ঠানের আয়োজন করার জন্য। মানুষের সঙ্গে আরসো সম্পর্ক তৈরি করার লক্ষ্যে এ ধরনের অনুষ্ঠান আগামী দিনে আরও বেশি বেশি করে আয়োজন করার জন্য আহ্বান রাখেন তিনি। মানুষের সমস্যাগুলি দূরীকরণে এ সরকার বদ্ধপরিকর। সমস্যা থাকবে সে সমস্যাগুলি সমাধানে রাজ্য সরকার কাজ করছে বলে নিজের বক্তব্যে তুলে ধরেন তিনি। এদিনের অনুষ্ঠানে মন্ডল সভাপতি শ্যামল কুমার দেব প্রাক্তন মন্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।